শার্শার ৫নং পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আজ বিকালে বারোপোতা ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শার জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলক,কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান হাদি ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

