যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন,দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে স্থানীয় এমপি,উপজেলা প্রশাসন,বিজিবি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধী সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা,শার্শা থানার ওসি মামুন খান,উপজেলা আওয়ামীলীগ,স্থানীয় আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *