বিশেষ প্রতিনিধিঃ শার্শা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ (ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এসকল প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,র‌্যালী কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতারণ করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল সাড়ে ৭ টায় র‌্যালী স-স স্কুল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিচালনায় প্রতিষ্ঠানের সভাপতির সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *