সমাজের আলোঃ মহামারি করোনা টেস্টের নামে ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে গ্রপ্তারকৃত রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদকে নিয়ে শনিবার মধ্যরাতে উত্তরায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এসময় তার ব্যক্তিগত গাড়ি থেকে অস্ত্র, গুলি, মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
আজ উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইন ও মাদক আইনে দুটি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। গত রাতে ডিবি সদস্যরা শাহেদকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায়। সেখানে তার ব্যাক্তিগত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডিবির সদস্যরা ৫ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও একটি পিস্তল উদ্ধার করা হয়। একটি গুলিও উদ্ধার করা হয়। এরআগে গত ১৫ই জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব ।
তার বিরুদ্ধে অস্ত্র, জাল টাকা, প্রতারণাসহ একাধিক মামলা হয়েছে। বর্তমানে শাহেদ ডিবি পুলিশের রিমান্ডে রয়েছে।
