রবিউল ইসলাম ক্ষুদ্র মেরামতের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বরাদ্দের দুই লাখ টাকার পুরোটা ব্যয় হয়েছে রংয়ের কাজে। বিদ্যালয়ের দুটি ভবন থাকলেও সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবনের রংয়ের কাজেই গেছে সমুদয় অর্থ। একক খাতে স্বল্প কাজে এত বিশাল খরচের তুঘলকি এমন ঘটনা ঘটেছে শ্যামনগর উপজেলার ১৪৮ নং হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষক আব্দুল হাই নামকাওয়াস্তে রংয়ের কাজ করার অজুহাতে বিদ্যালয়ের জন্য বরাদ্দের সিংহভাগ অর্থ আত্মসাত করেছে। সর্বশেষ বছরসমুহের বরাদ্দ ও ব্যয়ের হিসাব যাচাই বাছাই ও তদন্তপুবর্ক দুর্নীতিবাজ ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। যদিও প্রধান শিক্ষকের দাবি সাতাশ হাজার টাকা উপজেলা শিক্ষা অফিসারকে ঘুষ দিলেও তা নথিভুক্ত না করে ব্যয়ের খাতে দেখিয়েছেন তিনি। জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে হাবিবপুর বিদ্যালয়ে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয় ক্ষুদ্র মেরামত কাজের জন্য। জুনের আগে উত্তোলনের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও শুরুতে লেনদেন ও ব্যয়ের খাত নিয়ে বনিবনা না হওয়ায় আগস্টের তৃতীয় সপ্তাহে প্রধান শিক্ষক আব্দুল হাই ঐ টাকা উত্তোলন করেন। অভিযোগ উঠেছে টাকা হাতে পেয়ে তারই প্রতিবেশী এক রং মিস্ত্রির সাথে যোগাযোগ করে এবং অনেকটা গোপনে বিদ্যালয় রংয়ের কাজ শুরু করেন তিনি। টাকা তছরুফ পরিকল্পনার অংশ হিসেবে বৃষ্টির মধ্যে কাজ শুরু করেন এবং নিজ আস্থাভাজন পরিচালনা পর্ষদের সদস্য ছাড়া অন্যদের কাছে বিষয়টি আড়াল করেন প্রধান শিক্ষক আব্দুল হাই। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায় সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনে রংয়ের যে কাজ হচ্ছে তা বেশ নি¤œমানের। বিদ্যালয়ে দুটি ভবন থাকলেও কাজ চলছে একটিতে। এসময় সিংহভাগ কাজ শেষ হয়েছে বলে প্রধান শিক্ষক দাবি করলেও কিছু অংশে মাত্র তুলির আঁচড় লক্ষ্য করা যায়। কাজের ধরনের স্থলে (প্রতিবেদকের কাছে গচ্ছিত ওয়ার্ক অর্ডার) তিন দফা রং করার নির্দেশনা থাকা সত্ত্বেও মাত্র একবার রং করেই দায়িত্ব শেষ করছে সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষক আব্দুল হাই দাবি করেন দুই লাখ টাকা বরাদ্দ হলেও চব্বিশ হাজার টাকা ভ্যাট ও আইটি বাবদ কেটে নিয়েছে শিক্ষা অফিস। শিক্ষা অফিসারের হাতে সাতাশ হাজার টাকা দিতে হয়েছে-উল্লেখ করে তিনি আরও বলেন, এক লাখ উনপঞ্চাশ হাজার টাকার কাজ চলছে। তবে কাজের কোন বিবরণী (ওয়ার্ক অর্ডার) সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে হস্তান্তর করা হয়নি-জানিয়ে কতৃপক্ষের মৌখিক নির্দেশে কাজ শুরু করার দাবি করেন তিনি। অনুসন্ধানে জানা গেছে উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে বরাদ্দের সময়ই ওয়ার্ক অর্ডার দেয়া হলেও বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে তিনি ঐ কাগজপত্র প্রাপ্তির বিষয়টি এড়িয়ে যান। যদিও উপজেলা শিক্ষা অফিসের সহকারী খায়রুল আলম যথাসময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওয়ার্ক অর্ডার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, সরকারি ঘোষনায় অপরাপর প্রতিষ্ঠানের মতো হাবিবপুর বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসার পর থেকে বিভিন্ন খাতের সরকারি বরাদ্দে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। স্লিপ ফান্ডের পাশাপাশি কন্টিজেন্সিসহ শিক্ষা অধিপ্তরের সারা বছরের বিভিন্ন খাতের বরাদ্দের ক্ষেত্রে প্রধান শিক্ষক আব্দুল হাই বিশাল অংকের অর্থ হাতিয়ে নেন বলেও অভিযোগ। পূর্বোক্ত বছরে ক্রয়কৃত বিভিন্ন সরঞ্জামাদী পরবর্তী বছরেও দেখিয়ে তিনি বরাদ্দের সাথে কাগজ কলমে সমন্বয় করেন বলেও অভিযোগ। স্থানীয়রা আব্দুল হাইয়ের বিগত বছরের যাবতীয় হিসাব পর্যালোচনাসহ বরাদ্দের সাথে সম্পন্ন কার্যক্রমের যথার্থতা যাচাই ও চলতি বছরের ক্ষুদ্র মেরামত কাজ খতিয়ে দেখার জন্য সাতক্ষীরা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কৃতপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এসব বিষয়ে আব্দুল হাই বলেন, আমি ক্ষুদ্র মেরামত থেকে ঘুষ হিসেবে দেয়া সাতাশ হাজার টাকার বাইরে বাকি টাকার কাজ করেছি। ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করার বিষয়ে তিনি বলেন টাকা দেযা হলেও আমাকে কোন কাগজ দেয়া হয়নি কাজের বিবরণ সম্পর্কিত। অপরাপর কোন ক্ষেত্রে তিনি কোন দুর্নীতি করেননি বলেও দাবি করেন। যদিও প্রতিবেদন তৈরীর সময় আব্দুল হাইয়ের বিষয়টি এড়িয়ে যেতে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন মুটোফোনে অনুরোধ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *