সমাজের আলো : ঢাকার দোহারের লটাখোলা এলাকায় শ্বশুরবাড়িতে যৌতুকের দাবিতে শিক্ষিকা স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দোহার থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে আসামি বাহারুল ইসলাম ওরফে হিরুর বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বিশ বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা এলাকার মোঃ জালাল উদ্দিনের মেয়ে নুপুর সুলতানার সঙ্গে ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকার গুঞ্জর আলীর ছেলে বাহারুল ইসলাম হিরুর বিয়ে হয়। সে ঘরে বর্তমানে ১৪ বছরের নবম শ্রেণীতে পড়ুয়া একটি পুত্র সন্তান রয়েছে। নুপুর নবাবগঞ্জ উপজেলার কালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

বিয়ের পর থেকে নানাভাবে মেয়েটিকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ কয়েক দফায় এ পর্যন্ত ১৮ লাখ টাকা যৌতুক সহ শ্বশুরবাড়ি থেকে ধার নেয়। যেটা দিচ্ছি দিচ্ছি বলে আর দেয় না। বরং পুনরায় তাকে টাকার দাবিতে চাপ দিচ্ছিল। এছাড়া বিভিন্নভাবে ওই শিক্ষিকাকে পরকীয়ার কথা বলে মানসিক ও শারীরীক নির্যাতন করে আসছিল। গত মঙ্গলবার ওই শিক্ষিকা তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এলে একই অজুহাতে তাকে মারধর করে ঘরে থাকা কাঁচি দিয়ে তার মাথার সব চুল কেটে দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *