সমাজের আলোঃ টাঙ্গাইলের মধুপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাগর (১২) ও সোহাগ (১৩) নামের দুই কিশোরকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) বেলা দুইটার দিকে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই কিশোরকে আটক করে বিকেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
অভিযুক্ত সাগর একই গ্রামের রাবার বাগান শ্রমিক আয়নাল হক এবং সোহাগ দিনমজুর নওশের আলীর ছেলে।
নির্যাতিত শিশু ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী। শিশুটিকে বাড়ির অদূরে আখ ক্ষেতে নিয়ে ওই কিশোরদ্বয় ধর্ষণ করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা লিয়াকত, সিদ্দিক, হাফিজুরসহ অনেকে জানান, সাগর সোহাগ শিশুটিকে লোভ দেখিয়ে ফুঁসলিয়ে বাড়ির নিকটবর্তী আখের ক্ষেতে নিয়ে যায়। সেখানে মুখ চেপে তার উপর ওরা নির্যাতন করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শোনে স্থানীয়রা ছুটে আসে। পালাতে গিয়ে তাদের হাতে ধরা পড়ে বন্ধুযোগল সাগর-সোহাগ। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি আনার পর অসুস্থ্য হযে পড়ে।
পাশের ধনবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের নিরঞ্জন পাল নামের এক পল্লী চিৎিসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিশুটির অবস্থা আরও খারাপ হওয়ায় বিকেলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানানোসহ টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তারিকুল ইসলাম তারেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটি অসুস্থ্য ও ভীত সন্ত্রস্ত।
মধুপুর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস.আই) হুমায়ুন এমন অভিযোগে দুই কিশোরকে স্থানীয় জনগণের হাতে আটক হওয়া থেকে হেফাজতে আনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *