সমাজের আলো : ৩০আগষ্ট শেখ হাসিনার হ*ত্যার উদ্দেশ্যে গাড়ি বহরে হামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০আগস্ট) বিকেলে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক ঘূরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে এসে সমাবেশ যোগ দেন।সমাবেশে বক্তব্য দেন ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ.লীগনেতা ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, সোহেল রানা, মাহফুজুর রহমান নিশান, মহিলা আ.লীগের নেত্রী রহিমা বেগম কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, মাস্টার নুরুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মেজাবাহ উদ্দীন লিলু, উপজেলা যুবলীগের সভাপতি মাসুমুজ্জামান মাসুম, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, চন্দপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, হেলাতলা আ.লীগের সভাপতি আরিজুল ইসলাম, ইউপি সদস্য ওলিউর রহমান, জুলফিকার রহমান, মাস্টার শাহিন, যুবলীগনেতা নয়ন হোসেনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। সমাবেশে ২০০২ সালে ৩০আগষ্ট জননেত্রী শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে কলারোয়ায় গাড়ি বহরে হামলায় জড়িত সকল আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে করেন নেতৃবৃন্দ।

