সমাজের আলো : শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি জগলুল হায়দার বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। আগস্ট মাস বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কজনক অধ্যায়। আজও সেইসব ঘাতকের দোসররা ৭৫ এর ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। এসব অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার বিভিন্ন সহযোগী সংগঠন শক্ত হাতে মোকাবেলা করবে। একাত্তরের ঘাতকরা বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। দেশি-বিদেশী ষড়যন্ত্রে তাই বঙ্গবন্ধুর পরিবারের উপরে এ শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুরতম এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল।ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে জিয়াউর রহমান সরকার বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন। আজ বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা আজও বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে দেশে ফেরত এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যিনি আমাদের লাল-সবুজের পতাকা এনে দিলেন এ মানুষটি বাঙালি হৃদয় থেকে কখনো মুছে যাবে না। বাংলাদেশের সঙ্গে বঙ্গবন্ধুর নাম ওতপ্রোতভাবে জড়িত। যারা আবারও ৭৫ এর ১৫ ই আগস্ট এর স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জাতির জনকের পরিবারের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল মনে রাখবে। তিনি বঙ্গবন্ধু পরিবারে শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ এক ও অভিন্ন। শ্যামনগরে কোন অপশক্তিকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। বৈশ্বিক সমস্যার কারণে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে অচিরেই এই সমস্যার সমাধান হবে। আগামী মাসেই তেল, চাল,নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সমন্বয় সাধন হবে। বিদ্যুতের আর লোডশেডিং থাকবে না। আজ সোমবার ১৫ ই আগস্ট বিকালে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে একথা বলছিলেন তিনি।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের সঞ্চালনায় নবনির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা, প্রভাষক অলিউর রহমান, শ্যামনগর সদর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জিএম রেজাউল করিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমূখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *