সমাজের আলো : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন যুবদলের কমিটিতে বড় অঙ্কের আর্থিক লেনদেনের কারনে বিক্ষোভ মিছিল ও অর্থলোভিদের প্রতি তীর্ব ক্ষোভ প্রকাশ করা হয়েছে। (৫ এপ্রিল) মঙ্গলবার শ্যামনগর উপজেলার যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ও সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের ছবি দিয়ে বঙ্গ করে আগুন ধরিয়ে দিয়েছে আটুলিয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন নেতা কর্মীরা তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জি এম. হাবিবুল্লাহ বলেন যে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু আমার কাছে কমিটি দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন কিন্তু আমি তা না দিয়ে এ বিষয়টি জেলা যুবদলের নেতাকর্মীদের কাছে হস্তান্তর করি। তার পর বেশ কিছু দিন কমিটি স্থগিত রাখে, তবে আটুলিয়া যুব দলের নাম ধারী কিছু লোকদের অর্থের বিনিময়ে আহ্বায়ক কমিটি দেন। আটুলিয়া যুবদল নেতা মিশু বলেন যারা অসময়ে দলের সাথে ছিলো তাদের কে বাদ দিয়ে যুবদলের কমিটি দেয়া হয়েছে। যুবদল নেতা আবজাল হোসেন জানান যারা কমিটি পেয়েছে তাদের কে আজ পর্যন্ত কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি, কিন্তু জি এম. হাবিবুল্লাহ দলের স্বার্থে আন্দোলন করতে গিয়ে চার টি মামলা ও ৫ মাস১৭ দিন কারাবন্দী এবং তিন দিন রিমান্ডের মতো নির্যাতন ভোগ করে আসছে কিন্তু তাকে কমিটি না দিয়া অর্থের বিনিময়ে অন্যদেরকে দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন বলেন যারা রাজপথে থাকে তাদেরকে কমিটিতে রাখা হয়েছে উপজেলা যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অল্প কিছু লোকজন এ সকল কাজ করছে। এদিকে ইউনিয়ন যুবদলের ত্যাগী নেতারা দাবি করেন বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিল করে পুনরায় বিবেচনা করে কমিটি দেওয়া হোক।

