সমাজের আলো : নৌকার বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীরা হামলা চালিয়েছে আকবর আলীর নেতাকর্মীদের উপর। হামলায় ১৫ জন আহত হয়েছে । বুধবার দুপুরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নে।শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের সতন্ত্র প্রার্থী আকবর আলী বলেন তার নেতাকর্মী প্রচারে বের হয় । এ সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আল মামুনের সমর্থক মহসিন,উজ্জল,মূজিবুলসহ ১০০\২০০ জন তার নেতা কর্মীর উপর হামলা চালায়। হামলায় আহত হয়েছেন রুমজান,শফিকুল, সাইফুল, জিয়াউরসহ ১৫ জন আহত হয়। এ সময় ভাংচুর করা হয়েছে দুটি মটরসাইকেল।

