সমাজের আলো : ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম কুমার মৃধাসহ অপর ৩জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ায় শ্যামনগর থানায় ডায়েরী (জিডি) করেছেন, পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন কর্মকর্তা মো: মোশারফ হোসেন।
গত ২৬এপ্রিল শ্যামনগর থানায় চেয়ারম্যান অসীম কুমার মৃধা, মো: শাহিনুর গাজী, মো: হাফিজুর গাজী ও মো: আফছার গাজীর বিরুদ্ধে ১৩৫২ নং জিডি করেন।
জিডি সূত্রমতে, গত ২৫ জুন বিকাল ৫টার দিকে হরিনগর টু সুন্দরবন বাজার সড়কে বিমলের চায়ের দোকানের পিছে দায়িত্বকালীন অবস্থায় চেয়ারম্যার অসীম কুমার মৃধার নেতৃত্বে ওই তিন ব্যক্তি ঘটনাস্থলে অহেতুক মো: মোশারফ হোসেন এবং অফিসের কর্মচারীদের সরকারী কাজে বাধা সহ ব্যপক গালিগালাজ, হুমকি ধামকি এবং মামলা দেওয়ার কথা বলেন।
জিডিতে মো: মোশারফ হোসেন আরও বলেন, ওই তিন ব্যক্তি সন্ত্রাসী, গুন্ডা এবং এলাকায় বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত। এমতাবস্থায় নিরাপত্তার জন্য তিনি শ্যামনগর থানায় তাদের বিরুদ্ধে জিডি করেন। এবিষয়ে চেয়ারম্যান অসীমা কুমার মৃধা বলেন, বনবিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারী অর্থের বিনিময়ে বর্তমানে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দিচ্ছে। তাদের দূর্নীতির প্রতিবাদ করায় প্রতিহিংসামূলক আমাদের বিরুদ্ধে থানায় জিডি করেছে বন বিভাগ।

