সমাজের আলো : শ্যামনগরে বিষপানে কাকুলী খাতুন (২০) নামে এক যুবতী আত্মহত্যা করেছে। গত পহেলা মে দুপুর ২টার দিকে গাবুরা গাইনবাড়ী গ্রামে নিজ বাড়ীতে সে বিষপান করে গুরত্বর অসুস্থ হয়। কাকুলী গাইনবাড়ী গ্রামের আবুল কাশেম কাগুচীর কন্যা।
পারিবারিক সূত্রমতে, কাকুলী মানষিক বিকারগ্রস্থ ছিলো। ইতিপূর্বে সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার দিন বাড়িতে সবার অজান্তে বিষপান করে গুরত্বর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করেন।

