রাকিবুল হাসান শ‍্যামনগর ঃ শ্যামনগর উপজেলার কৈখালী যাদা এস আর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রবিউল ইসলামের দোকানে গাঁজা কেনাবেচার সময় জনতার রসানলে পড়ে ১ কেজি গাঁজা সহ ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী আনিছুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, কৈখালী গ্রামের খলিলুর রহমানের পুত্র আনিছুর রহমানের মটর সাইকেলে একটি ব্যাগ স্থানীয়দের সন্দেহ হয়। ব্যাগে কি আছে জানতে চাইলে মাদক ব্যবসায়ী আনিসুর রহমান ক্ষিপ্ত হয়ে তাদেরকে তেড়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত একজন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহিমকে মোবাইল ফোন করে ঘটনা জানান, চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে ধ্রত মাদক ব্যাবসায়ী আনিছুর রহমান মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। ইউ পি চেয়ারম্যান ব্যাগ খুলে দেখে একটি পলিথিন ব্যাগ ভর্তি গাজা। চেয়ারম্যান গাঁজা গুলো মেপে দেখেন এক কেজি আছে। চেয়ারম্যান এই ঘটনা শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদকে জানাইলে তিনি তাৎক্ষণিক শ্যামনগর থানার এসআই রিপন কে ঘটনা স্থলে পাঠান, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ১ কেজি গাঁজা ও মটর সাইকেল টি এস আই রিপনের কাছে হস্তান্তর করেন বলে জানিয়েছেন। এ ঘটনা জানতে চাইলে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ অনলাইন বাংলা প্রতিদিনকে জানান গাঁজা সহ একটি মটর সাইকেল উদ্ধার হয়েছে মামলার প্রস্তুতি চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *