শ্যামনগর প্রতিনিধি : দিনদুপুরে প্রধান সড়কে অজ্ঞান করে এক নারীর টাকা ও স্বর্ণের তৈরী কানের দুল ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ বংশীপুর প্রধান সড়কের ধানখালী ফুলতলা নামক স্থানে। মুন্সিগঞ্জ বাজারের গ্রাম্য চিকিৎসক ডা: হীরণ কুমার মন্ডল জানান, সকাল ১০টার সময় তার মা সবিতা রানী মন্ডল (৬৫) বাড়ি থেকে ৮শত টাকা নিয়ে হেঁটে ফুলতলা নামক স্থানে ব্যবসায়ী রবীন্দ্র নাথ মন্ডলের বাকী দেনা পরিশোধের জন্য যাচ্ছিলেন। রাস্তার এক ফাঁকা স্থানে পিছন থেকে একটি মোটরসাইকেলে মুখ ঢাকা ৩ জন ব্যক্তি পিছন থেকে এসে তার মুখে রুমাল ধরে অজ্ঞান করে কাছে থাকা টাকা, কানের স্বর্ণের দুল ছিনতাই করে রাস্তায় ফেলে রেখে চম্পট দেয়।

