রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের আলোচিত ব্যক্তি আলহাজ্ব আব্দুল গফুরের স্ত্রী মোসাম্মৎ ফাতেমা খাতুন, পুত্র জাহাঙ্গীর হোসেন খোকন ও চার কন্যা অনলাইন বাংলাপ্রতিদিন কার্যালয়ে উপস্থিত হয়ে এক লিখিত সংবাদ সম্মেলন করেন। তার লিখিত বক্তব্য কালে তিনি জানান, প্রতিবন্ধী পুত্র জাহাঙ্গীর হোসেন খোকনকে বিবাহ দেওয়ার পর থেকে তার স্বামী আব্দুল গফুর পুত্রবধূ রাজিয়া খাতুন কে স্ত্রীর মতো ব্যবহার করে আসছে। সেই সুবাদে বাড়ির কেয়ারটেকার আশরাফ হোসেন বাবলু পুত্রবধূ রাজিয়ার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। তিনি আরো জানান গত ১৫ ই মে আলহাজ্ব আব্দুল গফুর এর সহযোগিতায় পুত্রবধূ রাজিয়া খাতুন ও কেয়ারটেকার আশরাফ হোসেন বাবলু যোগসাজশে আমার প্রতিবন্ধী পুত্রের পুরুষাঙ্গে কার্বলিক এসিড নিক্ষেপ করে মারাত্মক আহত করেছে। যৌন ক্ষমতা নিষ্ক্রিয় ও সুপরিকল্পিত হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। পুত্রবধুর সাথে শশুরের অবৈধ সম্পর্কের বিরোধিতা করা ও প্রতিবাদ করায় আমাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পুত্রের অসুস্থ খবর পেয়ে আজ বাড়িতে এসে পুত্রের চিকিৎসার জন্য স্বামীর সাথে আলোচনা করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করে এবং পুত্রসহ আমাকে বাড়ি থেকে বাহির করে দেয় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কামনা করে চরিত্রহীন স্বামী, পুত্রবধূ ও কেয়ারটেকারের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতিবন্ধী সন্তান জাহাঙ্গীর হোসেন খোকনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সংবাদ সম্মেলন শেষে নিজের চিকিৎসা ও পুত্রের উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর হাসপাতলে ভর্তি হবেন বলে জানিয়েছেন।
