ফজলুল হক উপকূলীয় প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ৪টায় আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার হলরুমে পশ্চিম বনবিভাগের আয়োজনে সহকারী বন সংরক্ষক এম এ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আক্তার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের কারনে প্রকৃতি ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। বন্য প্রাণী ধ্বংস বন্ধ না করলে পরিবেশে আরো বেশি বিপর্যয় দেখা যেতে পারে। সৃষ্টিকর্তা পৃথিবীতে সকল জীবের জন্য খাদ্য নির্দিষ্ট করে রেখেছে।নিজের স্বার্থে বন্য প্রাণী ধ্বংস করা যাবেনা।আমরা চাই বন্য প্রাণীর বংশ বিস্তার স্বাভাবিকভাবেই যেন হই।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম,মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা,বারসিক কর্মকর্তা এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, নৌ পুলিশের ইনচার্জ তারক দেবনাথ,মুন্সিগঞ্জ ইউপি সদস্য নীপা চক্রবর্তী, গবেষক রিজু সহ অনেকে।
