সমাজের আলো ঃ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সহ এলাকাবাসী। সোমবার বেলা১১ টার সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এসময় ভূক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ও স্বজনরা অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় বীরমুক্তিযুদ্ধা মোঃ লুৎফর রহমানের পরিবার সাড়ে ১৬ শতাংশ জমি ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। সম্প্রতি জমিটি দখলের পাঁয়তারা করেন স্থানীয় আইয়ুব আলী ও তার সহযোগীরা। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের লুৎফর রহমান অভিযোগ করে বলেন, ইউনিয়ন শিবির সভাপতি বেল্লাল হোসেনের সহায়তায় ২০-৩০ জন ভাড়াটিয়া লোক নিয়ে ওই জমি দখল পায়তারা করে। এসময় শ্যামনগর থানা এস আই মোস্তাফিজুর রহমানের পুলিশ নিয়ে তাদের কে বসত বাড়ী থেকে বের করে দেয়।মানববন্ধনে অংশ নেয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধারা ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জমি জবর দখল মুক্ত ও দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলমুক্ত ও দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেব রঞ্জন মন্ডল, মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *