সমাজের আলো : চতুর্থ ধাপের নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শতকরা ৭৫.১০ ভাগ ভোট পড়েছে। উপজেলার ৯ ইউনিয়নে মোট ২ লাখ ৭শ ৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৫০ হাজারের বেশী মানুষ । উৎসবমুখর পরিবেশে উপকূলবর্তী শ্যামনগরে অনুষ্ঠিত ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। ইটের ভাটাসহ নানান কাজে জড়িয়ে হাজার হাজার পুরুষ এলাকার বাইরে অবস্থানের কারনে এসব ইউনিয়নে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামুলক কম ছিল। উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ স্থানীয় সুত্রে জানা যায় পৃথকভাবে গণনা না করা সত্ত্বেও রোববারের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাক নারী ভোট প্রদান করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইনে দাড়িয়ে তারা সুশৃঙ্খলভাবে ভোট দেন। উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ভোট অনুষ্ঠিত ইউনিয়নগুলোতে (৯ ইউনিয়নে) গড়ে ৭৫.১০ শতাংশ করে ভোট পড়েছে। ইউনিয়ন বিবেচনায় উপজেলার সীমান্তবর্তী নুরনগরে ৭৯.৩২ শতাংশ ভোট পড়েছে। এছাড়া রমজাননগর ও বুড়িগোয়ালীনিতে ৭৭ শতাংশেরও বেশী ভোট পড়ে। তবে ইট ভাটার কাজে বেশীরভাগ মানুষের সংশ্লিষ্টতা থাকা কাশিমাড়ী ইউনিয়নে ভোট পড়েছে ৭০.৩৬ শতাংশ। এছাড়া বার বার ভাঙনের মুখে পড়ায় তীব্র কর্মসংস্থানের অভাবে থাকা গাবুরা ইউনিয়নে সবচেয়ে কম ৭০.১২ শতাংশ ভোট পড়েছে। এদিকে ওয়ার্ড বিবেচনায় শতকরা ৮০ ভাগেরও বেশী ভোট পড়েছে আটুলিয়ার ঝুরঝুরিয়া ও বিড়ালাক্ষী এলাকার ভোট কেন্দ্রে। উল্লেখ্য চতুর্থ ধাপের নির্বাচনে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নে ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হয়। উপজেলার অপর ৩ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী ভোট অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *