সমাজের আলো : কওমী মাদ্রাসায় পড়–য়া ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে ঘর থেকে বের হলে উপজেলার চাঁদখালী গ্রামের নিজ বাড়ি থেকে দেবব্রত মন্ডল নামে এক বখাটে জোরপূর্বক ওই ছাত্রীকে অপহরণ করে। দেবব্রত একই গ্রামে রবীন্দ্রনাথ মন্ডলের পুত্র। এ ঘটনায় ছাত্রীর পিতা শ্যামনগর থানায় ১৬নং অপহরণ মামলা করেছে। পুলিশ রোববার রাত দেড়টার দিকে উপজেলার কুলতলি গ্রাম থেকে ছাত্রীসহ অপহরণকারীকে আটক করে। মামলা সূত্র মতে, মাদ্রাসা যাওয়ার পথে দেবব্রত ওই ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয়। কিন্তু ছাত্রী প্রেম প্রস্তাব প্রত্যাখান করে। এতে দেবব্রত ক্ষীপ্ত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে জোরপূর্বক ওই ছাত্রীকে অপহরণ করে

