সমাজের আলো: ভারতের প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরে নিরাপত্তা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী। তিনি যশোরেশ্বরী কালী মন্দির এসে পৌছান ১২ টায় ১৫ মিনিটে। শঙ্খর ধ্বনি, উলুধ্বনির, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্তরা। তিনি ১২ টায় ৩০ মিনিটে শনিবার সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারত প্রধান মন্ত্রীর বিশ্রামাগার , মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজর গিফারী, সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা।

