কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনীর (বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে হাবিবুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নিদয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বসতবাড়ির সামনে অবস্থিত ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ঘরের ভেতর থেকে তিনটি রামদা, বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র এবং একটি এসএস পাইপ জব্দ করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদুল হক খান (এসবিপি) জানান, বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে আটককৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ যৌথবাহিনীর মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় সন্ত্রাস ও অপরাধ প্রবণতা কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তারা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *