রবিউল ইসলাম: শ্যামনগরের নকিপুর এইচ সি সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে সিটি সুপার শপ ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর (রবিবার) বিকাল ৪টায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু (পিপি)। উদ্বোধনী খেলায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফুটবল একাদশ ২-০ গোলে তালা সৈকত ফুটবল একাদশকে পরাজিত করে। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকর আল-মেহেদী লিটন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর ফুটবল একাডেমীর চেয়ারম্যান বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ আলমগীর কবীর রানা, সাধারন সম্পাদক রোকনুজ্জামান বাবু প্রমুখ।

