রবিউল ইসলামঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর বাজার থেকে চোর সেন্টিকেট এর গড ফাদার দুই জন সাইকেল চোরকে শতাধিক চাবি ও তালা কাটার বিশেষ যন্ত্রপাতি সহ সাইকেল চুরি করা অবস্থায় আটক করে স্থানীয় জনগণ। এর পর খবর পেয়ে উক্ত চোরদের দফাদার আব্দুল মজিদ ও চকিদার নুর মোহাম্মদ তাদের ধরে নিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটায় উপজেলার নুরনগর বাজারে। জানা গেছে, নুরনগর বাজারে রামজীবনপুরের একজন বাই সাইকেল রেখে তরকারি কিনতে গেলে উক্ত চোরেরা যোগসাজগে সাইকেল তালা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। নুরনগর বাজারে যে দুই জন চোরের গড ফাদারকে ধরা হয়েছে এদের বাড়ি সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে। সাতক্ষীরা সদর উপজেলা ইটাগাছা গ্রামের তছির ঢালির ছেলে আলম ঢালি (৫০) ও কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি গ্রামের আব্দুল্যাহ গাজীর ছেলে আব্দুল জলিল গাজী (৪৩)। প্রাথমিক জিজ্ঞেসবাদে নিয়মিত চুরি করার কথা স্বীকার করছে আটককৃতরা। এবং এর আগেও চুরি করার অভিযোগে আব্দুল জলিলকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছিল। আদালত থেকে জামিনে এসে তারা আবারও সংঘবদ্ধ হয়ে সাইকেল, মোটর সাইকেল চুরি করে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এবিষয়ে সাধারণ মানুষের প্রশ্ন, অপরাধীদের ধরে পুলিশ আটক করে আদালতে পাঠালে তাদেরকে হরহামেশাই জামিন দেওয়া হয়। যার ফলে জেল হাজতে থেকে জামিন নিয়ে আবারও অপরাধীরা অপরাধ করে। সচেতন মহল বলছেন, অপরাধীর অপরাধগুলো যাচাই- বাছাই করে দ্রুত সময়ের মধ্যে বিচার করা হলে অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না। এদিকে এই চোরদের পরিবারের লোকজন এসে ইউনিয়ন পরিষদ থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

