সমাজের আলোঃ শ্যামনগরের মুন্সীগঞ্জে পুকুর থেকে ১মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। মুন্সীগঞ্জ ইউনিয়নে পারশেখালী গ্রামের বেলাল হোসেন দীর্ঘদিন ধরে আবু নূরের বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। বেলাল শ্রমিক হিসেবে ঢাকাতে রয়েছে। ১২ জুলাই দুপুরে বেলালের স্ত্রী আফরোজা খাওয়া দাওয়া শেষে ১ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘুমাতে যায়। অন্যদিকে বড় ছেলেকে নিয়ে নানি আছিয়া বেগম পাশের বাড়িতে যায়। পাড়ার মহিলাদের আবদার নাতনি দেখতে যাবে। বিকাল ৪টার দিকে আবদার পূরণে করতে বাড়িতে এসে দেখে মেয়ের পাশে শিশু সন্তান নেই। বাড়ির সামনে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। এই নিয়ে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে। এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। এমন রহস্যজনক মৃত্যুতে শ্যামনগর থানাকে অবগত না করে লাশ দাফন করেছে পরিবার। বিষয়টি নিয়ে শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি কিছুই জানি না। তবে কিভাবে ১ মাস বয়সী শিশু পুকুরে ডুবে মারা গেলো? তা তদন্ত করা হবে। আপডেট কিছু জানা গেলে তা জানানো হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *