সমাজের আলোঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের রাস্তার যে বেহাল দশায় পরিনত হয়েছে আজ কঠিন অবস্তার শিকার ১২ নং গাবুরা ইউনিয়ন থেকে আগত এক মুর্মশ অবস্তায় রুগিকে নিয়ে যাওয়া হচ্ছে শোনা যায় তিনি মাঠে বিকেলে খেলা করতে গিয়ে পা ভেঙ্গে যায়। তখন সে ব্যাথায় যন্ত্রণায় ছটফট করতে ছিল।দূরত্ব ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু কি আর বলবো দুঃখের কথা।বললেও যা না বললেও তাই।পদ্মপুকুর ইউনিয়নে এই হাইওয়ে রাস্তার বেহাল দশার কারণে।তাকে কিভাবে শ্যামনগর হাসপাতালে নিচ্ছে সেটা ছবিতে দেখলে বুঝতে পারবেন।কষ্ট লাগে যে এখনো পর্যন্ত আমাদের এই রাস্তাটা নিয়ে কত কিছু হচ্ছে তারপরে সব জায়গা রাস্তা হচ্ছে আমাদের রাস্তাটা কেন হচ্ছে না এটাই আমার প্রশ্ন। আসলেই পদ্মপুকুরে ইউনিয়নের মানুষ কি এমন ক্ষতি করছে এই রাস্তাটা কোন বরাদ্দ পাচ্ছে না।
