সমাজের আলো। ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ অপপ্রচার করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে কিছু আঁতেল শ্রেণীর লোক আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে কিছু হলেই বলে ওঠেন বাক স্বাধীনতা নাকি খর্ব হচ্ছে! সংঘাত সৃষ্টি করাও কী বাক স্বাধীনতা? সেটাই আমার প্রশ্ন। তিনি বলেন, কেউ যদি অপপ্রচার করে তাহলে সঙ্গে সঙ্গে এর প্রতিবাদটা আমাদের করতে হবে। আমরা চুপ করে বসে থাকলে হবে না, ডিফেন্সিভে গেলেও হবে না। যেটা সত্য সেটা বললে হয়তো সাময়িকভাবে কষ্ট হবে সেটা বিশ্বাস করাতে, কিন্তু এটা সফল হবেই- এটাই হলো বাস্তবতা। সোমবার তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের প্রারম্ভিক ভাষণে বাক স্বাধীনতার নামে কিছু সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের অপপ্রচারের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভার্চুয়াল এই বৈঠকে অংশগ্রহণ করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের স্বাধীনতা চায়নি, দেশ সামনের দিকে এগিয়ে গেলে তাদের খুব কষ্ট হয়- এটা তো আমরা বুঝি। সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণীর মানুষদের খুব কষ্ট হয়। কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। নিজের পায়ে দাঁড়াব। তাদের (সমালোচক) যত কষ্টই হোক, দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সরকার প্রধান তার বক্তব্যে আরও বলেন, যখনই বাংলাদেশ কোন ভাল জায়গায় যাবে, আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে বাংলাদেশ সম্পর্কে আগাম আশঙ্কা ব্যক্ত করার পরও বাংলাদেশ তার থেকে এগিয়ে যাচ্ছে- এটা তাদের (তথাকথিত কিছু বুদ্ধিজীবী, সমালোচক) হয়তো পছন্দ হচ্ছে না। আমরা ভিক্ষুক হয়ে থাকব, তাদের কাছে হাত পাতব, চেয়ে খাব- এটাই তো তারা চাইবে। দেশকে সামনে যেতে গেলেই এই শ্রেণীটার খুব কষ্ট হয়। আর যারা আমাদের স্বাধীনতা চায়নি তাদের তো আরও কষ্ট হয়। এটা তো আমরা বুঝি আর এটাই হলো বাস্তবতা। কিন্তু আমরা তা থাকব না। দেশ স্বাধীন করেছি, আমরা নিজের পায়ে দাঁড়াব। মিথ্যা অপপ্রচারকারীদের সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এই ধরনের একটা শ্রেণী তো রয়েছেই যারা সমাজকে বা সরকারকে ক্ষতিগ্রস্ত করছে, মানুষের জীবন নিয়েও তাদের চিন্তা নেই। কারণ তাদের একটা অন্য উদ্দেশ্য থাকে। তাদের কন্ট্রোল করতে গেলেই বা তারা তাদের ষড়যন্ত্রটা সফল করতে না পারলেই সমালোচনায় মুখর হয়। তিনি বলেন, যারা একটি সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য বক্তব্য দেবে তাদের ধরলে এটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, এটা তো হয় না। সবারই তো একটা দায়িত্ব ও কর্তব্য থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *