সমাজের আলো : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬,৫০৮টি দুস্থ পরিবার ভিজিএফ’র চাল পাবেন বলে সদর উপজেলার খাদ্য গুদাম সূত্রে জানা গেছে। সদর উপজেলার খাদ্য গুদাম অফিসের ওসিএলডি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬৫০৮ জন দুস্থ পরিবারে মোট ১৬৫.০৮০ মে: টন ভিজিএফ’র চাল পাবেন। উপজেলা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে হলেন ১নং বাঁশদহ ইউনিয়নে ৯৭০ জন পরিবারে ৯.৭০০ মেঃ টন চাল পাবেন। ২নং কুশখালী ইউনিয়নে ১০৪৫ জন পরিবারে ১০.৪৫০ মে: টন চাল পাবেন। ৩নং বৈকারী ইউনিয়নে ৮৮০ জন পরিবারে ৮.৮০০ মে: টন চাল পাচ্ছে।

৪নং ঘোনা ইউনিয়নে ৭৫৭ জন পরিবারে ৭.৫৭০ মে: টন চাল পাবেন। ৫নং শিবপুর ইউনিয়নে ৮৯০ জন পরিবারে ৮.৯০০ মে: টন চাল পাবেন। ৬ নং ভোমরা ইউনিয়নে ১২৩৬ জন পরিবারে ১২.৩৬০ মে: টন চাল পাবেন। ৭ নং আলিপুর ইউনিয়নে ১৩৭৩ জন পরিবারে ১৩.৭৩০ মে: টন চাল পাবেন। ৮নং ধুলিহর ইউনিয়নে ১১৭২ জন পরিবারে ১১.৭২০ মে: টন চাল পাবেন। ৯ নং ইউনিয়নে ১০৪১ জন পরিবারে ১০৪১ মে: টন চাল পাবেন। ১০ নং আগরদাড়ী ইউনিয়নে ১৭৮২ জন পরিবারে ১৭.৮২০ মে: টন চাল পাবেন। ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে ১৫৮৯ জন পরিবারে ১৫.৮৯০ মেঃ টন চাল পাবেন। ১২ নং বল্লী ইউনিয়নে ৭৫৭ জন পরিবারে ৭.৫১০ মে: টন চাল পাবেন। ১৩ নং লাবসা ইউনিয়নে ১৫৩০ জন পরিবারে ১৫.৩০০ মে: টন চাল পাচ্ছে। ১৪ নং ফিংড়ী ইউনিয়নে ১৪৯২ জন পরিবারে ১৪.৯২০ মে: টন চাল পাবেন। তবে প্রত্যেক ইউনিয়েন কার্ডধারী পরিবার প্রতি ১০ কেজি করে চাল পাবে। তবে এই চাল প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে তালিকাভুক্ত কার্ডধারী দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *