সমাজের আলো।। সংসদ ভবন এলাকায় প্রবেশ করা ‘জুলাই যোদ্ধাদের’ ধাওয়া দিয়ে বের করে দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। রণক্ষেত্রে রূপ নেয় মানিক মিয়া এভিনিউ। যান চলাচল বন্ধ রয়েছে।
