সমাজের আলোঃ করোনার মধ্যে মানুষ সচেতন করতে সকল সময় মাঠে ছিলেন সাংবাদিক ইয়ারব হোসেন। মানুষের পাশে সকল সময় উপস্থিত থাকেন।করোনা তাকে থামাতে পারেনি।চলেছেন রাস্তা ও বিভিন্ন গ্রামে।
সড়ক দর্ঘটনায় আহত হয়ে বাড়িতে আছেন সাংবাদিক ইয়ারব হোসেন। তার শরীরের খোঁজ নিয়েছেন ঘটনার রাতে খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, খোঁজ খবর নিচেছন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি, ঢাকা ডাক্তার কাজল কুমার, ডাক্তার শংকর কুমার , দায়িত্ব, অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টু, আমেরিকা প্রবাসী ফিরোজ কবির , সদর সহকারী কমিশনার আছাদুজ্জান।

