রাকিবুল হাসান ঃ শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খোলপেটুয়া নদীর চরের গাছ কর্তন করে রাতারাতি গড়ে উঠছে বসতভিটা,
নওয়াবেকী বাজারের জামান ট্রেডার্সের সম্যক হইতে প্রাক্তন মেম্বার বাশার সাহেবের বাড়ি অভিমুখে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সামাজিক বন বিভাগের লাগানো গাছ কর্তন করে বালি ভরা দিয়ে বিভিন্ন কায়দায় গড়ে তুলছে বসতভিটা,
বিভিন্ন অভিযোগ করার পরেও কোনোক্রমে বন্ধ করতে পারছে না সামাজিক বন বিভাগের একজন কর্মকর্তা জনাব পিরামিন ইসাক এমনই কথা বলছিলেন সাতনদী পত্রিকার সাক্ষাৎকারে ,
তিনি আরো বলছিলেন তারা প্রথমে বালি ভরাট দিয়ে গাছগুলো মেরে ফেলে তারপরে সেই গাছ কেটে রাতারাতি ঘরবাড়ি নির্মাণ করে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ১০ নং আটলিয়া ইউনিয়নের এস, ও ,মহোদয়ের কাছে ফোন করা হলে তিনি বলেন ব্যাপারটা আমরা জেনেছি তাড়াতাড়ি পদক্ষেপ নিব।তবে ব্যাপারটা শ্যামনগর উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি ) জনাব মোঃ শহিদুল ইসলামকে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আটুলিয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা কে সরজমিনে তদন্তপূর্বক কাজ বন্ধ করার নির্দেশ দেন।সকলের অবগতির জন্য জানাচ্ছি যে পরিবেশ রক্ষার্থে যেখানে সরকার বৃক্ষরোপনের অভিযান চালিয়ে যাচ্ছেন সেখানে নির্বিচারে সরকারি জায়গার গাছ কর্তন করে কিভাবে বাড়ি ঘর নির্মাণ করছে ।তাইপানি উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য একান্তভাবে বলা গেল ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *