রবিউল ইসলামঃ সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিবৃতিতে তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

