যশোর অফিস : সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য লালয়া পারভীনের মা আছিয়া খাতুন (৮০) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যায় বিকেলে মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
সাংবাদিক লায়লা পারভীনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামানসহ নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

