সমাজের আলো : দৈনিক সাতঘরিয়ার কম্পিউটার বিভাগের প্রধান, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক জহুরুল কবির একটি মারপিটের মামলায় জেল হাজতে গিয়েছেন। সম্প্রতি শহরের কোটপাড়া সংলগ্ন মধুমোল্লারডাঙ্গী এলাকায় প্রতিবেশীর সাথে গোলযোগের ঘটনায় জহুরুল কবিরসহ তার স্ত্রী ও স্বজনদের নামে একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলার অপর আসামী জহুরুল কবিরের গুরুতর অসুস্থ্য স্ত্রী ও তার ভাইকে জামিন দিয়েছেন বলে জানা গেছে।
