সমাজের আলোঃ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরে আসাদের সনাক্ত করা জরুরি হয়ে পড়ছে। জেলায় ঢাকা থেকে আসা মানুষের বেশি আক্রান্ত হচেছ। শত শত মানুষ ঢুকছে সাতক্ষীরায়।আগে থাকা আসা তাদেরকে সনাক্ত করে হোমকোরায়ান্টে রাখা দরকার। তা না হলে আক্রান্তের সংখ্যা কয়েকগুন বেড়ে যাবে।ঢাকা আম ব্যাবসায়িরা এসেছে কয়েকশ।তারা কলারোয়া, সদরসহ জেলার বিভিন্ন গ্রামে অবস্থান করছে। তাদের মাধ্যমে আক্রান্ত হতে পারে বহু মানুষ।ঢাকাসহ অন্য জেলা থেকে আসা যানবাহন একেবারে বন্ধ করে দিতে হবে।চলাচল বন্ধ করে দেওয়া হচেছ না।চেকপোস্ট বসিয়ে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। না হলে দিনে দিনে আকান্তের সংখ্যা বেড়ে যাবে। জেলায় খোঁজ নিয়ে ঢাকা থেকে পরিবার গুলোকে লকডাউনে রাখতে হবে।সামাজিক দূরত্বটা কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে অনেকের মধ্যে দায়সারা ভাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নিদের্শ দিয়েছিলেন সেই ভাবে কাজ হচেছ না।সরকার সমর্থক নেতারা মাঠে নামছেন না।চেয়ারম্যান ও মেম্বাররা সেইভাবে কাজ করছে না।কমিটি গঠন করা হচেছ না।ইতিমধ্যে ৫০ লাখ পরিবারের মধ্যে টাকা দেওয়া নিয়ে কথা ওঠা শুরু হয়েছে। কোন প্রকার দায়দায়িত্ব পালন করতে দেখা যাচেছ অনেককে।
জরুরি ভিত্তিতে সকলে মিলে মাঠে না নামলে জেলায় বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচেছ।

