সমাজের আলো : প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরী করে অন্যের জমি জবর-দখলের অভিযোগে সাতক্ষীরা সদর থানার সাবেক এসআই এসএম হুমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন ও শহরের মুন্সিপাড়ার ছালাম গাজীসহ ৯জনের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশীট গ্রহই করে গ্রেপ্তারী পরোয়ানা জারীর আদেশ দিয়েছেন সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালত। স্পেশাল ০১/২২ নম্বর ওই মামলায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ওই আদেশ দেন।

জানা যায়, আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র শাহীন ইকবাল ২০১৮ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতে সাতক্ষীরা সদরের সাব-রেজিস্টার মো: লুৎফর রহমান মোল্যা, সদর থানার সাবেক এসআই এসএম হূমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন ও শহরের মুন্সিপাড়ার ভূমিদস্যু ছালাম গাজীসহ ১৫জনের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রতারণা ও জাল-জালিয়াতিসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইন (২ নং আইন) এর ৫ (২) ধারায় পিটিশন ৩/১৮ নম্বর একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনাকে নির্দেশ দেন। দীর্ঘ প্রায় ৪ বছর তদন্ত শেষে গত ৩১ ডিসেম্বর উপ-সহকারী পরিচালক নীলকমল পাল সাতক্ষীরা সদরের সাব-রেজিস্টার মো: লুৎফর রহমান মোল্যাকে আসামী থেকে আব্যাহতি দিয়ে তাকে সাক্ষী শ্রেণিভুক্ত করে ৯জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গত ২৪ ফেব্রুয়ারি ধার্য দিনে চার্জশীট গ্রহন করে সকল আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর আদেশ দেন।

আসামীরা হলেন-আশাশুনির বুধহাটা গ্রামের মাদার সরদারের স্ত্রী জবেদা খাতুন, সদরের মাছখোলা গ্রামের শেখ আব্দুর রশিদ, মুন্সিপাড়ার বাবলু গাজীর পুত্র ভূমিদস্যু ছালাম গাজী, সদরের আলীপুর চাপারডাঙ্গী গ্রামের বর্তমান ইউপি সদস্য জাহিদুর রহমান, পুরাতন সাতক্ষীরার আলাউদ্দীনের স্ত্রী শাহনাজ বেগম, সদর থানার সাবেক এসআই এসএম হূমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন, পুরাতন সাতক্ষীরার রিয়াছাত আলী ও তার স্ত্রী করিমন বেগম। উক্ত আসামীরা পরস্পর যোগ সাজসে সাতক্ষীরা মৌজার ৫৬৭ ও ১৬২৭ এস, এ খতিয়ানের ২৪৭১, ২৪৭২ ও ২৪৭৩ দাগের এক একর ১২ শতক জমির খাজনাজারী মোকদ্দমার রায়, মিউটেশন, খন্ড খতিয়ান, চেক দাখিলা ও বর্তমান রেকর্ড জাল-জালিয়াতি করে সদর সাব-রেজিস্ট্রারের মাধ্যমে জাল দলিল সৃষ্টি করে জোরপূর্বক সম্পত্তির দখল নেয়। আদালত আগামী ১০ মার্চ আসামীদের গ্রেপ্তারী পরোয়ানা তামিলের জন্য দিন ধার্য করেছেন।
মামলার বাদী শাহিন ইকবাল জানান, আসামী ভূমিদস্যু ছালাম গাজী তার বাহিনী নিয়ে দীর্ঘ দিন যাবত বিভিন্ন জমির জাল কাগজ-পত্র তৈরীর মাধ্যমে প্রতারনা মূলকভাবে অন্যের কাছে বিক্রি করে মোটা অংকের অর্থ আদায় করে আসছে এবং প্রকৃত জমির মালিকদেরকে হুমকী-ধামকী দিয়ে জবর-দখল চালিয়ে যাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *