সমাজের আলো।।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২১ কোটি ৩৫ লাখ টাকার মাদক ও অবৈধভাবে পাচারকৃত ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত বিওপি এলাকায় এবং ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেকপোস্ট ঘিরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৪ দশমিক ২৫০ কেজি মেথ আইস, ৪০ বোতল উইনসারেক্স (Wincerex) সিরাপ, বিপুল পরিমাণ মদসহ ভারতীয় আগরবাতি, বিড়ি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয় । জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এর ফলে একদিকে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি হচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্প ও ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিপুল পরিমাণ মাদক জব্দ হওয়ায় যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনস্বার্থে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *