সমাজের আলো।।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতির সুব্যবস্থা ও বৈষম্য দূরীকরণের দাবিতে সারা দেশের মতো সাতক্ষীরাতেও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (রেডিলোজি এনড ইমিজিং) শেখ জাহাঙ্গীর আলম, ফিজিওথেরাপিস্ট মোঃ জাহাঙ্গীর আলম,
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যবরেটরী) মোঃ আব্দুর রহমান,
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) মোঃ বোরহান উদ্দীন, মোঃ আসাদুজ্জামান সুমন, ফার্মাসিস্ট দীপংকর বর্মন, সাতক্ষীরা ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল লি. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিলোজি এনড ইমিজিং) রাব্বুল হাসান, ব্লিস্ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিলোজি এনড ইমিজিং) আব্দুল্লাহ আল নোমান সহ প্রমুখ।

বক্তারা বলেন, “একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পেশা হয়েও আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন দ্রুত না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে
৩০ নভেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি, ৩ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মসূচি, এবং ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পূর্ণদিবস কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নেতৃবৃন্দ জানান, এ আন্দোলন শুধু সাতক্ষীরা নয় সারা দেশে একযোগে চলমান, যাতে সরকার দ্রুত দাবি বাস্তবায়নে পদক্ষেপ নিতে বাধ্য হয়।
কর্মসূচির কারণে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সেবায় সাময়িক ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *