সমাজের আলো : চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের মিছিল ও সমাবেশে পিছনে থাকলেও সাতক্ষীরায় মাঠে নেমেছে বিএনপি নেতারা।
শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ছাত্র-জনতার গণহত্যা ও প্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির নেতারা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়।সাধারণ শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে নিউমার্কেট চত্বর প্রদক্ষিণ শেষে ফের জড়ো হয় খুলনা রোড মোড়ে । বিএনপি নেতারা উস্কানীমূলক বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলটি অশান্ত করার চেষ্টা চালায়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেওয়া বিএনপির নেতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস কে রায়হান ও ছাত্রদল নেতা আনারুল ইসলাম সান।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা জানান, এতদিন আমরা পিছন থেকে সমর্থন দিলেও এখন থেকে আমরা সর্বাত্মকভাবে মাঠে থেকে ছাত্রদের সহায়তা করবো। আমরা মনে করি ছাত্রদের আন্দোলনের কোনো ব্যানার নেই। তারা দল-মত নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছে, সে কারণে স্বশরীরে ছাত্রদের পাশে দাঁড়াতে আমাদের কোন বাঁধা নেই। এখন আমরা মাঠে থেকে ছাত্রদের সর্বাত্মক সহায়তা করলে তাদের আন্দোলনে শক্তি জোগাবে।
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দিয়ে শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন বলেন, ছাত্র-জনতার গণহত্যা, গণ গ্রেপ্তার বন্ধ করে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। হত্যাকারী ও নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে আগামী কালের আন্দোলনকে সফল করতে অভিভাবক, শিক্ষকসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
