সমাজের আলো।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে ভূমির রেকর্ড সংশোধনে অনিয়মের অভিযোগে সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপিল অফিসার গাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
অভিযোগের মূল বিষয়বস্তু
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজী মনিরুজ্জামান শ্যামনগরে কর্মরত থাকাকালে বিভিন্ন মৌজায় আইনের তোয়াক্কা না করে একাধিক অনিয়ম করেছেন। তার বিরুদ্ধে আনীত প্রধান অভিযোগগুলো হলো:
অবৈধ শুনানি ও রায়: ৮০ নং ধুমঘাট মৌজার একটি আপিল কেসে নিয়মবহির্ভূতভাবে শুনানি গ্রহণ এবং রায় প্রদান।
পক্ষভুক্তিতে জালিয়াতি: ১০৭ নং আটুলিয়া মৌজার একটি আপিল কেসে বিধি লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোর্তজা কামাল নামক এক ব্যক্তিকে ২ নং আপিলকারী হিসেবে পক্ষভুক্ত করা।
নথি টেম্পারিং: ৮১ নং হরিনগর মৌজার একাধিক আপিল কেস নিষ্পত্তিতে জাবেদা নকল সরবরাহ রেজিস্টার (সিপি রেজিস্টার) ঘষামাজা, কাটাকাটি ও টেম্পারিং করা।
প্রতারণা: ভিন্ন মৌজার আপত্তির দরখাস্তের বিপরীতে সংশ্লিষ্ট মৌজার নকল সরবরাহ দেখিয়ে ভুয়া সিপি নম্বর ব্যবহার করে সরকারের রেকর্ড জালিয়াতি করা।
আইনি ধারা
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় প্রতারণা, মূল্যবান জামানত জালিয়াতি, জালিয়াতির উদ্দেশ্যে নথি প্রস্তুত এবং ক্ষমতার অপব্যবহারের শাস্তির বিধান রয়েছে।
তদন্তে আরও যারা আসতে পারে
দুদক সূত্রে জানানো হয়েছে, বর্তমানে গাজী মনিরুজ্জামানকে প্রধান আসামি করে মামলা করা হলেও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালীন এই জালিয়াতি ও দুর্নীতির সাথে অন্য কোনো কর্মকর্তা বা ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
শ্যামনগর এলাকায় সেটেলমেন্ট অফিসের এই বিশাল অনিয়ম ও মামলার খবরে সাধারণ ভূমি মালিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

