সমাজের আলো:- স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বুধবার (১০ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ ভাই প্রদান করেন।
খাজা প্রাপ্ত আসামির বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামে। সে মনোহর গাজীর ছেলে।
মামলা সূত্রে জানা যায় রবিউল ইসলাম ২০১২ সালের ৬ নভেম্বর রাতে তার স্ত্রী দুই সন্তানের জননী ফতেমা খাতুন ওরফে ফেলী (২৮) কে শ্বাসরোধ করে হত্যা করে ।এ ঘটনার নিহত ফেলি খাতুনের পিতা সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের আনছার আলী বাদি হয়ে দেবহাটা থানায় রবিউল ইসলাম ও তার প্রেমিকা রহিমা খাতুনের নামে হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট
মামলার ১৪জন সাক্ষী ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আসামি রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় প্রদানের সময় আসামি রবিল ইসলাম কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
