সমাজের আলো।।
সাতক্ষীরার আশাশুনিতে যুবলীগ নেতা সুমন গংদের বিরুদ্ধে জমির ইজারার সম্পূর্ন না দিয়ে জোর পূর্বক চিংড়ি ঘের করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনির শ্রীকলস গ্রামের মৃঃ আমিনুল ইসলামের ছেলে এস.এম কামরুল ইসলাম এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনি উপজেলাধীন কোদন্ডা মৌজার বি,এস ১৬২ নং খতিয়ানে ৯.২২ একর জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে তিনি রেকর্ডীয় মালিক। আশাশুনি উপজেলা আ’লীগের তৎকালিন সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী ডিড/মৌখিক চুক্তিতে তার ৯.২২ একর জমিসহ ২৫০ বিঘা জমি নিয়ে ১৯৯৫ সাল থেকে চিংড়ি ঘের শুরু করেন। বর্তমানে মৃত শাহাজাহান আলী ছেলে সুমন ও ভাগ্নে হাসান মাহমুদ মুক্তি ওই ঘেওে চিংড়ি চাস করেন। ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের কাছে তার জমির হারির বাবদ ৬ লাখ ৩৮ হাজার ৪২১ টাকা পাওনা থাকে। কিন্তু পাওনা উক্ত টাকা চাইলে তারা আজ দেই কাল দেই করিয়া কালক্ষেপন করিতে থাকে।
একপর্যায়ে গত বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলে তিনি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে তদন্তভার প্রদান করেন। তদন্ত প্রতিবেদনে বিবাদী পক্ষ হাজির না হওয়ায় ঘটনার সত্যতা আছে মর্মে ১৬ মার্চ তিনি প্রতিবেদন দাখিল করেন। পরে ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর আবেদন করলে সুমন গংরা সেখানেও হাজির হয়নি।
কামরুল ইসলাম আরো বলেন, আমি সুমন গংদের কাছে পাওনা ৬,৩৮,৪২১ টাকার বার বার তাগাদা করা স্বত্ত্বেও টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে সুমন ও মুক্তি আমার পাওনা হারীর টাকা দিবে না বলে হুংকার দিয়ে চলে গেলে আমি বাদী হয়ে সাতক্ষীরা আমলী ৮ নং আদালতে (সি.আর নং- ৫৯০/২৫) একটি মামলা করি। আদালতের নির্দেশে ওসি ডিবি তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা আছে মর্মে গত ৭ জানুয়ারি আমার অনুকূলে তদন্ত রিপোর্ট প্রদান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সুমন ও তার ফুপাতো ভাই মুক্তি আমার সেজো ভাই আরিফ, চাচাতো ভাই বাপ্পি এবং চাচা বুলবুল, রহিম, আবু জাহিদ সোহাগ, ছট্ট গংদের আমার বিরুদ্ধে লেলিয়ে দেয়। তারা বিঘা প্রতি মাত্র ১২ হাজার টাকা হারিতে আমার ৯.২২ একর জমি ২০২৮ সাল পর্যন্ত লিখিত চুক্তিপত্র চায়। আমি দিতে রাজি না হওয়ায় আমার সেজো ভাই আরিফকে দিয়ে কোদন্ডা মৌজায় আমার অন্য ভার্গাদার ইদ্রিস এর জমিতে হানা/দখল করতে যায়। সেখানে ব্যার্থ হয়ে পরবর্তীতে সুমন ও মুক্তির ইন্ধনে আমার বাড়ীর চলাচলের সমনের পথ আরিফ ও ইউনুচ তালা লাগিয়ে বন্ধ করে রাখে। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে অদ্যবদি প্রায় ১১ মাস তারা আমার বাড়ীর সম্মুখের দরজা বন্ধ করে রেখেছে। ফলে আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা।
তিনি উপজেলার কোদন্ডা মৌজায় সুমনের ঘেরের মধ্যে অবস্থিত ৯.২২ একর জমি বের করে নিয়ে বাঁধ দিয়ে চলতি ২০২৬ সালে যাতে নিজে নির্বিঘেœ মৎস্য ঘের করতে পারেন এবং পাওনা ৬ লাখ ৩৮ হাজার ৪২২ টাকা দ্রুত পরিশোধের দাবি জানান। একই সাথে সেজো ভাই আরিফ ও ইউনুচ মিস্ত্রী কর্তৃক যাতে বাড়ীর সামনে দিয়ে চলাচলের পথ অবৈধভাবে জোরপূর্বক বন্ধ রাখতে না পারে তার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *