সমাজের আলো : বিরল প্রজাতির একটি মেছো বাঘ অবমুক্ত করা হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে তাকে অবমুক্ত করা হয় । বন্যাপ্রানী সূরক্ষা কর্মকর্তা আব্দুলা সাদি জানান, সাংবাদিক ইয়ারব হোসেন জানতে পারে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিগাং গ্রামে একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসি। ওই সংবাদ পেয়ে সেফ ওয়ার্ড লাইফ সংগঠনের ইমরান হোসেনের নেতৃত্বে একটি টীম ওই গ্রামে যান। গ্রামবাসিদের সঙ্গে কথা বলে বাঘটি ছেড়ে দেওয়া হয়।
দিগাং গ্রামের জাকির হোসেন জানান, গ্রামে ফাঁদে আটকে পড়ে মেছো বাঘটি । পরে সেটি রক্ষা করার জন্য অনুরোধ করা হয় ।

