সমাজের আলো: সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্রপ্রার্থী নার্গিস আক্তার জগ প্রতিক নিয়ে পেয়েছেন ১৬৮৮ ভোট। এছাড়া ধানের শীষ প্রতিক নিয়ে শেখ শরিফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট। ভোটগণনা শেষে শনিবার রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনোরজ্ঞন বিশ্বাস এ ফলাফল ঘোষনা করেন। উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানা। তবে, এতদিন এ পৌরসভাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *