কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে কোবলা সম্পত্তি জবরদখল ও সিমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে একটি পরিবার। প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও সুরাহা হয়নি।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানাগেছে, গত (৭সেপ্টেম্বর ২০২৫) অফিসার ইনচার্জ (ওসি), ৯ সেপ্টেম্বর ক্যাম্প ইনচার্জ, পাউখালী সেনা ক্যাম্প, ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যান, ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন, পুনরায় ১ অক্টোবর ও ১৭ অক্টোবর ২০২৫ অফিসার ইনচার্জ কালিগঞ্জ সাতক্ষীরা বরাবর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিচার শালিশ হলেও তা মানেননি প্রতিপক্ষরা। ঘটনা উপজেলার ৮নং ভাড়াশিমলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাড়াশিমলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ভাড়াশিলা গ্রামের মৃত জালালউদ্দিন সরদারের বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম তিনি তার কোবলাকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন ভাড়াশিমলা গ্রামের মৃত আবেদ আলী মল্লিকের ছেলে শোকর আলী মল্লিক(৫৫)। তার স্ত্রী হাসিনা খাতুন (৪৫) ছেলে হাফিজুর মল্লিক (৩২) মেয়ে সুরাইয়া খাতুন (২৮) সহ আরও ৩/৪ জনের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শালিশ মিমাংসার চেষ্টা করলেও তা অমান্য করে শোকর আলী ও অভিযোগে লিখিত আসামীরা। মোঃ রফিকুল ইসলামের জমিতে থাকা প্রাচীর জোর পূর্বক ভেঙ্গে ফেলে ও ৫ হাজার ইট লুটপাট করে নতুন প্রাচীর তুলে দখল নেয়। মোঃ রফিকুল ইসলাম দাবী করে বলেন কোবলা সুত্রে ভাড়াশিমলা মৌজার ৫৭৯ খতিয়ানের সাবেক ৬৩৮ হাল ৭৩৬ দাগে সাড়ে ১৩ শতক জমির মালিক তিনি। মাঠ পর্চা অনুযায়ী তার নামে ৯৭২ খতিয়ানে জমি রেকর্ড রয়েছে।
সকল সঠিক কাগজপত্র থাকার পরও মোঃ রফিকুল ইসলাম ও তার পরিবারের নামে একাধিক মামলা দিয়ে গাছগাছালী কেটে নিয়েছে। যার বাজার মুল্য প্রায় ১ লক্ষ টাকা হবে। এসময় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এতে তারা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তবে শোকর আলী তাদের জমিতে প্রাচীর নির্মান করেছে বলে দাবী করেণ।
ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এবিষয়ে আমার জানামতে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *