কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। উপজেলার রতনপুর ইউনিয়নের টুপদিয়া গ্রামে হাজী নূর মোহাম্মদ বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।আনুমানিক ৫/৬ জনের ডাকাতদল বুধবার  রাত ১টার দিকে বাসার জানালা ভেঙে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাসার সবাইকে অচেতন করে মূল্যবান সামগ্রী, স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *