ইয়ারব হোসেন সাতক্ষীরা।। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাব-৬ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ৯৮৩ উদ্ধার করা হয়েছে। এ সময় ফেন্সিডিল কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর (দমদমা) এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মহিলা কে আটক করা হয়।
অভিযানকালে র্যাব সদস্যরা আটকৃত নারীর নিজ বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর থেকে ৪–৫টি বস্তার ভেতরে রাখা মোট ৯৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন।
আটক নারী হলেন কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. মিজানুর রহমানের স্ত্রী ইয়াসমিন জাহান (৩২)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা র্যাব-৬-এর এডিশনাল এসপি জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে পোশাকধারী ও সিভিল পোশাকে প্রায় ২০–২৫ জন র্যাব সদস্যরা বিজিবি যৌথ
এ অভিযানে অংশ নেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

