সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ৯ ডিসেম্বর সাতক্ষীরার একটি স্থানীয় দৈনিক পত্রিকায় শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করে বিজ্ঞাপন দেওয়া হয়।বিজ্ঞাপন অনুযায়ী ১১ ডিসেম্বর হতে ১৩ ডিসেম্বর স্কুল চলাকালীন মনোনয়ন ক্রয়ের সময় নির্ধারণ করা হয়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মেদ শরীফ ইকবাল নিজের পছন্দমত ব্যক্তিদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ষড়যন্ত্রের মাধ্যমে মনোনয়ন বিক্রি নিয়ে তালবাহনা শুরু করেছেন বলে কিছু অভিভাবক সদস্যরা অভিযোগ করেন। ১১ ডিসেম্বর বেলা ১.১০ মিনিটে মনোনয়ন ফরম কিনতে আসা কয়েকজন অভিভাবক সদস্য মনোনয়ন ফরম কিনতে আসলে তারা স্কুলের গেটে তালা লাগানো দেখতে পান। এ সময় স্কুলের আশে পাশের মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রধান শিক্ষক বেলা ১টার কিছু আগে স্কুল ত্যাগ করেন। সাথে সাথে অন্যান্য শিক্ষক ও কর্মচারীরাও স্কুল বন্ধ করে চলে যান। মনোনয়ন কিনতে আসা অভিভাবক সদস্য শফিকুল ইসলামসহ অনান্য অভিভাবক সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম ও কারসাজির জন্য মনোনয়ন ক্রয় সংক্রান্ত বিষয়ে আমরা বঞ্চিত হওয়ার আশংকায় আছি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে সময়মত মনোনয়ন ফরম বিক্রি হবে, আজ হয়ত কোন সমস্যা ছিল। এ ব্যাপারে প্রধান শিক্ষক আহম্মেদ শরীফ ইকবলের ফোনে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

