সমাজের আলো : ওয়াজ মাহফিলে ক্ষমতাসীন দলের নেতাদের সভাপতি ও অতিথি করে আওয়ামী লীগে ভিড়ে যাওয়া নেতা কর্মীদের মাধ্যমে জামায়াত ও ইসলামী ছাত্র শিবির সংগঠিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের উপস্থিতি জানান দিতে গত বুধবার সকালে সাতক্ষীরা শহরতলীর বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন হেড কোয়ার্টার এলাকার তালতলায় সরকার কর্তৃক দেওয়া মদের লাইসেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। যদিও সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার রাতে পুলিশ বিএনপি ও জামায়াতের চারজনকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরার তালা আদর্শ যুব সংঘ সূত্রে জানা গেছে, তালা পুরাতন হাইস্কুল মাঠে আগামি ৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম তাফসিরুল কোরান মাহফিল। আদর্শ যুব সংঘের আয়োজনে ওই তাফসিরুল কোরান মাহফিলে সভাপতিত্ব করবেন ক্লাবের উপদেষ্টা ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন। অতিথি থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদরের ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ব্যবসায়ি মিজানুর রহমান, মাছ ব্যবসায়ি বিএনপি নেতা মোড়ল আজিজুর রহমান। সার্বিক তত্বাবধায়নে আদর্শ যুব সংঘের সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিএম ইমদাদুল হক (পলাশ)। সৌজন্যে তালা মিনিষ্টার মাইওয়ান শোরুম।
স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানান, পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামের মোঃ হাসানুর রহমান ২০১৩ সালে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামানের উপর হামলাসহ সাতটি নাশকতা মামলার আসামী। তালা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক হলেও বর্তমানে তিনি সাংবাদিক পরিচয়ে প্রশাসন, সাংবাদিক ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে নেপথ্যে জামায়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন তাফসিরুল কোরান মাহফিলে তিনি আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার কয়েকজন বাঘা বাঘা সাংবাদিককে বিশেষ উপঢৌকন দিয়ে আর্শিবাদ কুড়িয়েছেন ওই শিবির নেতা।
তারা আরো জানান, প্রথমে ছাত্রশিবির, পরে ছাত্র সমাজ করে ভোল পাল্টে আওয়ামী লীগে যোগদান করেন সরদার জাকির। বর্তমানে তিনি উপজেলা যুবলীগের সভাপতি বলে পরিচয় দিয়ে থাকেন। একইভাবে খুলনা বিএল কলেজে ছাত্র শিবিরের সহসভাপতি হলেও সুযোগ বুঝে প্রভাব খাটিয়ে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি বনে যান সরদার মশিয়ার রহমান। ভোল পাল্টানো এই দু’ জনপ্রতিনিধি পুরাতন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সখ্যতা রেখে চলেছেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদউদ্দিনের সময় বিশেষ কারণে তাফসিরুল কোরান মাহফিল বন্ধ করে দেওয়া হলেও জনগনের কাছ থেকে তোলা চাঁদার ১২ থেকে ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ওই দু’ জনপ্রতিনিধিসহ মাহফিল উদযাপন কমিটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। যদিও ওই দু’ জনপ্রতিনিধিসহ যুবসংঘের কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে তালা পুরাতন হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১৩ তম তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠানের এর সভাপতি তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক মীর জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠান তারা শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসছেন। তবে এ অনুষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা কতিপয় মানুষ মিনিষ্টার মাইওয়ানের হাসানুর রহমানের সঙ্গে যোগাযোগ রেখে পোষ্টারে তার প্রতিষ্ঠানের নাম রেখেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ওইসব পোষ্টার বাতিল করে নতুন পোষ্টার করা হচ্ছে। পুরাতন হাইস্কুলের মাঠের পূর্ব পাশের রাস্তায় গেট নির্মাণে সৌজন্য হিসেবে তিনটি নাশকতার মামলার আসামী মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা জেয়ার্দ্দার ফারুক হোসেনের নাম রয়েছে এমন প্রশ্ন করলে তিনি বলেন বিষয়টি নামাজের পর খোঁজ নেবেন।
এ ব্যাপারে তালা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান নিজেকে মিনিষ্টার মাইওয়ান কোম্পানীর খুলনা বিভাগীয় ব্যবস্থাপক উলেখ করে বলেন, বিজ্ঞাপন দাতা হিসেবে তালা আদর্শ যুব সংঘ আয়োজিত তালা পুরাতন হাইস্কুল মাঠের ৪ মার্চ তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠানের শুভাকাঙ্খী। তাছাড়া সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছেন যুব সংঘের কর্মকর্তারা। শুক্রবারও সরদার জাকির, সরদার মশিয়ারসহ কয়েকজন আওয়ামী ও যুবলীগ নেতারা ডিআইজি আব্দুল আলীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন জায়গায় দাওয়াত পত্র দিয়েছেন। একটি মহল যারা অতিথি হতে পারেননি তারাই এ মাহফিল বন্ধ করার জন্য নেপথ্যে থেকে মাহফিল বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। তবে তিনি কয়েকটি নাশকতার মামলার আসামী স্বীকার করে বলেন, প্রশাসন রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের বিশেষ সুবিধা দিয়ে ম্যানেজ করার প্রশ্নই ওঠে না। কারণ তিনি আনন্দ টিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
তালা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির খলিশখালি দক্ষিণপাড়া দাখিল মাদ্রাসার সুপারইনটেনডেন্ট মফিজুল ইসলামের সঙ্গে শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে তার ০১৭৭৪-৭১৬৪৬২ মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
কথা বলা সম্ভব হয়নি তালা আদর্শ যুব সংঘের সভাপতি শেখ নজরুল ইসলামের ০১৭১৪-৮৪৮৩০৮ নম্বরে। তবে সদস্য আকবর হোসেন বলেন, তারা অনুষ্ঠানের জন্য যে কেউ টাকা দিলে নিয়ে থাকেন । তাতে সমস্যা কোথায়?
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় এ প্রতিনিধিকে বলেন, মাহফিলকে ঘিরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কোন ফয়দা লোটার চেষ্টা করলে তা করতে দেওয়া হবে না।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় আয়োজক কমিটিকে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

