সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে মাদ্রাসা সুপারের মেয়ের বাল্য বিবাহের আয়োজন করায় সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পন্ড হলো বাল্য বিবাহ অনুষ্ঠান।সরেজমিন গিয়ে স্থানীয় সূত্রে জানাগেছে, ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও উক্ত মাদ্রাসার সুপার মাওঃ সিদ্দিকুর রহমানের মেয়ের কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল এলাকায় বিয়ের আয়োজন করেন।শুক্রবার মাদ্রাসার সুপার তার কন্যার বাল্য বিবাহের আয়োজন করেন। বাল্য বিবাহ ভুরিভোজ অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকা সর্ত্বেও বাল্য বিবাহের কোন তথ্য সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়নি বলে জানাগেছে। মাদ্রাসা সুপারের মেয়ের বাল্য বিবাহ হওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌছালে ঘটনার সত্যতার প্রমান পাওয়া যায়। বিষয়টি স্থানীয় সচেতন মহল ও মিডিয়া কর্মীরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও ১০৯ এ ফোন দিলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী, সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা উপস্থিত হন। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে মাদ্রাসা ছাত্রীর পিতা মাদ্রাসার সুপার মাওঃ সিদ্দিকুর রহমানকে মেয়ের বয়স ১৮বছর না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা ফাতেমাতুজ জোহরা, প্রোগ্রাম অফিসার (ওসিস) আব্দুল হাই সিদ্দিক, সমাজ সেবা অফিসার শেখ শহিদুল ইসলাম ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করায় রবিবার অফিসিয়াল ভাবে বর-কনে সহ উভয় পক্ষের বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধ আইনের নিয়োমিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানান ১০৯ এর সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার (ওসিসি) আব্দুল হাই সিদ্দিকী। এবিষয়ে জানাতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। এহন অপরাধের জন্য এ বিয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে মামলা হবে জানান তিনি।

